রাজধানীতে নির্মাণাধীন ভবনের ইট পড়ে নারী আহত

পিবিএ,ঢাকা: রাজধানীর পুরান ঢাকার হোসনি দালান এলাকায় একটি নির্মাণাধীন ৬ তলা ভবন থেকে মাথার উপর ইট পড়ে নিলুফা বেগম (৩৫) নামের এক নারী আহত হয়েছে। সে ২ সন্তানের জননী। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তার মাথাসহ শরীরের গুরুত আঘাত রয়েছে।
আহতের স্বামী আবু জাফর পিবিএ’কে জানান, তার স্ত্রী নিলুফা অন্যের বাসা-বাড়িতে কাজ করে। গরুর জন্য ঘাস কেটে সেগুলি বিক্রি করেন। তাদের বাসা হোসনি দালান শিয়া গলিতে। বিকেলে বাসা থেকে বের হয়ে নিলুফা হোসনি দালানের সরদার গলি দিয়ে যাচ্ছিলেন। এসময় কান্টুর ৪/৫ তলা ভবনের উপর থেকে অনেকগুলি ইট খসে পড়ে তার মাথার উপর পড়ে। এতে গুরুতর আহত হলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া পিবিএ’কে জানান, ওই নারীকে নিউরো সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার মাথার সিটিস্ক্যান করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

পিবিএ/এইচএ/হক

আরও পড়ুন...