সুনামগঞ্জে ১০ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১


পিবিএ,সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মিয়ারচর গ্রামে গোয়েন্দা পুলিশের অভিযানে ১০ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ বাচ্ছু মিয়া(৪০)। সে উপজেলার মিয়ারচর গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

রবিবার বিকেলে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশের এ এস আই মোঃ আশরাফের নেতৃত্বে পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে মিয়ারচর গ্রামে অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশীমদমহ তাকে গ্রেঢতার করে ডিবি কার্যালয়ে এস জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদক নিয়ন্ত্রন আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান গোয়েন্দা পুলিশের এস আই মোঃ আমিনুল ইসলাম।

এ ব্যাপারে ডিবির ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিবিএ/জেএইচআর/এমএসএম

আরও পড়ুন...