কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নে জায়গা দখল নিয়ে স্কুল বনাম মাদরাসা কমিটির মধ্যে বিরোধ

কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরের জায়গাটি ছাত্রলীগের পর এবার মাদ্রাসার উন্নয়নের নামে দখল করার অভিযোগ উঠেছে।

পিবিএ, কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের পুকুরের জায়গাটি ছাত্রলীগের পর এবার মাদ্রাসার উন্নয়নের নামে দখল করার অভিযোগ উঠেছে। আর এ ঘটনাকে কেন্দ্র করে স্কুল ম্যানেজিং কমিটি বনাম মাদরাসা ম্যানেজিং কমিটি উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। স্থানীয় ভাবে কয়েক দফায় মিটিং করেও কোন সমাধান সম্ভব হয়নি। বিষয়টি থানা পুলিশ পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় স্থানীয় কুড়িগ্রাম সদর থানা পুলিশ ইতোমধ্যে সরেজমিন পরিদর্শন করেছে। মাদরাসা ম্যানেজিং কমিটি দেয়াল দিয়ে পুকুরের পাড় বেধে বিশ্বেশ্বর আনসার ফিল্ড নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার নামে দোকানঘর নির্মাণ প্রক্রিয়া চালাচ্ছে। এই ঘটনায় এলাকাবাসীর মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, সদর উপজেলার বেলগাছা ইউনিয়নে অবস্থিত বেলগাছা বরকতিয়া উচ্চ বিদ্যালয়ের নামে ১ একর ৬৯ শতক এবং বেলগাছা ইউনিয়ন পরিষদের নামে ১ একর ৩ শতক জমি রয়েছে। এই জমির মধ্যে পুকুর রয়েছে ৫০ শতকের উপর। এই পুকুরের দেয়াল করে ঢালের মাটি ভরাট করে মাদ্রাসার উন্নয়নের জন্য দোকানঘর নির্মাণ করা হচ্ছে। দেয়াল নির্মাণে স্কুল কর্তৃপক্ষ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি তাদের বিরত রাখার চেষ্টা করলেও তা কর্ণপাত না করেই চলছে নির্মাণ কাজ। স্থানীয়দের অভিযোগ শান্তিপূর্ণভাবে বিষয়টি সুরহা না হলে বড় ধরনের সংঘাতের আশংকা রয়েছে। কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, কয়েক মাস আগে স্থানীয় ছাত্রলীগ নামধারী যুবকেরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় অস্থায়ীভাবে এখানে ঘর তুলে জায়গার দখল নেয়। পরে পুরো জায়গাটি দখলে নিতে স্কুল বন্ধের সময় নির্মাণ কাজ শুরু করে। এবার মাদ্রাসার উন্নয়নের কথা বলে চলছে পুকুর ভরাটের কাজ। এ ঘটনায় যেকোনে মূহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন সাধারণ মানুষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলফিকার আলী জানান, বিদ্যালয়ের নামে মোট ১ একর ৬৯ শতক জমির মধ্যে ২৭শতকে স্কুল ভবন, ১একর ২শতকে মাঠ এবং ৪০শতক পুকুরে রয়েছে। মাদ্রাসা নামে রয়েছে ২৫শতক জমি। অথচ পুকুরে তাদের কোন জমি না থাকলেও উন্নয়ন করার অযুহাত দেখিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ গায়ের জোড়ে পুকুরে দেয়াল দিয়ে দোকানঘর নির্মাণ করছে। ভবিষ্যতে বিদ্যালয়ের পাঠদানসহ খেলাধুলায় বাধা বিঘœ সৃষ্টি হবে। এ ব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডা: রশীদুল ইসলাম জানান, তারা অবৈধভাবে স্কুলের ক্রয়কৃত জায়গায় দেয়াল দিয়ে দোকানঘর করার পরিকল্পনা করছে। আজ মাদ্রাসার নামে দখল হবে কাল অন্য জন এসে দখল করবে। এমনি করে বিদ্যালয়ের পুকুরটি বে-দখল হয়ে যাবার আশংকা রয়েছে। মন্ত্রীর নির্দেশ শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় কোন ধরনের পান, সিগারেটের দোকান যেন না থাকে। অথচ শিক্ষার পরিবেশ নষ্ট করতে স্কুল এলাকায় পান, সিগারেটের দোকান তৈরির কার্যক্রম চালাচ্ছে একটি মহল।

বিশ্বেশ্বর নুরানী ও হাফিজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোডিং ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান পুকুরে দেয়াল দিয়ে দোকানঘর নির্মাণের বিষয়টি স্বীকার করে বলেন, দুটি প্রতিষ্ঠানেই জনগণের কল্যাণের জন্য। কয়েকটি দোকান হলে মাদ্রাসার শিক্ষা ফান্ডের কাজে লাগবে। যা থেকে ধর্মপ্রাণ শিক্ষার্থীদের কাজে আসবে। ধর্মীয় প্রতিষ্ঠানটি স্থানীয় ৩টি জামাতের মুসল্লিদের সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এনিয়ে কারো মাঝে কোন দ্বিধাদ্বন্দ নেই। এলারকার ৯৮% মানুষ দোকানঘর নির্মাণের পক্ষে।

এ ব্যাপারে বেলগাছা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাহাবুর রহমান বলেন, পুকুরটি স্কুল ও ইউনিয়ন পরিষদের জায়গায়। পুকুরের পাড় যেন ভেঙ্গে না পড়ে এবং মাদ্রাসার উন্নয়নে দেয়াল দিয়ে কিছু দোকানঘর হবে। এতে করে কেউ যদি স্কুলের জায়গা দখল করার চেষ্টা করে, আমি তা ছাড় দিবো না। দেয়াল দেয়া নিয়ে তাদের অভিযোগ থাকলে তারা বসুক কিভাবে শান্তিপূর্ণ সমাধান করা যায় আলোচনা করেই তা করা হবে।

পিবিএ/আর ইসলাম/এএইচ

আরও পড়ুন...