কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়কারী দল বসিলায় সেই বাড়িতে প্রবেশ করেছে

পিবিএ,ঢাকা : রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে র‌্যাবের ঘিরে রাখা মেট্রো হাউজিংয়ের বাড়িটিতে কমান্ডো ও বোমা নিষ্ক্রিয়করণ দল প্রবেশ করেছে। সোমবার সকাল সোয়া ৯টার দিকে তারা ওই বাড়িতে প্রবেশ করে বলে বার্তা সংস্থা পিবিএকে জানান র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ।

রোববার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়। ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় র‌্যাবও পাল্টা গুলি ছুড়েছে। বাড়ির কেয়ারটেকারসহ দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বাড়িটির আশপাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়েছে।

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ বলেন, জঙ্গি আস্তানা সন্দেহে আমরা বাড়িটি ঘিরে রেখেছি। ভেতরে গুলি ও বোমা বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা ভেতরে থাকা জঙ্গিদের বহুবার আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছি। এটি একটি একতলা টিনশেড বাড়ি। এতে চারটি কক্ষ রয়েছে। জঙ্গি অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

পিবিএ/এমএস

আরও পড়ুন...