রাজধানীতে ট্রেনের ধাক্কায় নিহত ১, আহত ১

পিবিএ,ঢাকা: রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবিল হোসেন রিফাত (২৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে তার বড় ভাই মোটরসাইকেল চালক সামিল হোসেন রিয়াজ (৪০)। রবিবার রাত সাড়ে ১২টার দিকে এই ঘটনাটি ঘটে। রিয়াজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

রাজধানীর মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সাবিল হোসেন রিফাত (২৮) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে
সামিল হোসেন রিয়াজ (৪০)

আহত রিয়াজের স্ত্রী তানিয়া সুলতানা জানান, তারা পরিবার সহ মালিবাগ শান্তিবাগ মগা হাজীর গলির ২৫৫/৪/৫ নম্বর বাসায় থাকে। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার ঠাকুরকান্দি গ্রামে। রিফাত ঢাকা কলেজ থেকে ইংরেজী বিভাগে মাস্টার্স ফাইনাল পরীক্ষা দিয়েছে। আর তার বড় ভাই রিয়াজ একটি বায়িং হাউসে চাকরি করেন।

তিনি জানান, তারা দুই ভাই মাঝেমধ্যেই রাতের বেলায় নিজের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তারা হাতিরঝিলে ঘুরাঘুরি করে মগবাজার রেলগেট দিয়ে বাসায় ফিরছিলো। মগবাজার রেলগেট পার হওয়ার সময় একটি ট্রেন তাদের সাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হলে হাতিরঝিল থানার এএসআই মাগফুর রহমান তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রিফাতকে কর্তব্যরত চিকিৎসক রাত দেড়টায় মৃত ঘোষণা করেন। আর রিয়াজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

হাতিরঝিল থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) মাগফুর রহমান জানান,মোটরসাইকেলটি মগবাজার রেললাইনের উপর দাড়িয়ে ছিলো। এসময় কমলাপুর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। নিহত রিফাতের বাবার নাম মোহাম্মদ সেলিম হোসেন জানান, তার ২ ছেলে ১ মেয়ে। রিফাতের মরদেহ ময়না তদন্ত শেষে শাহজাহানপুর কবরস্থানে দাফন হবে বলে জানান স্বজনরা।

পিবিএ/এইচএ/আরআই

আরও পড়ুন...