কোম্পানীগঞ্জে সাব রেজিষ্টারের অপসারণের দাবিতে বিক্ষোভ

পিবিএ,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীগঞ্জ দলিল লিখক কল্যান সমিতির উদ্যোগে সোমবার সকাল ৮ ঘটিকার সময় বসুরহাট সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে এই অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীতে দলিল লিখক কল্যান সমিতির শতাদিক সদস্যসহ সাধারন জনগন স্বতঃস্পূর্তভাবে অংশগ্রহন করে। এদিকে অবস্থান ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সকাল ১০ টার দিকে পুলিশি নিরাপত্তায় অফিসে প্রবেশ করেন সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজ।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সাব-রেজিষ্ট্রি অফিসের সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজের অপসারণের দাবিতে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাব রেজিষ্টারের অপসারণের দাবিতে বিক্ষোভ

উল্লেখ্য, সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজ গত ৮ই অক্টোবর বসুরহাট সাব-রেজিষ্ট্রি অফিসে যোগদানের পর থেকে দলিলের দাতা-গ্রহিতা এ লেখকদের সাথে অশালীন আচরণ এবং অনৈতিক ও অযৌক্তিক লেনদেন করে আসছে। জমা খারিজ ছাড়া ভুয়া জমা খারিজ বানিয়ে দলিল রেজিষ্ট্রি করে লাখ লাখ টাকা রাজস্ব কর ফাঁকি দেয়ার অভিযোগও রয়েছে।

দলিল লিখক কল্যান সমিতির নেতৃবৃন্দ পিবিএ’কে জানান, “সাব-রেজিষ্টার হুমায়ুন বিন সিরাজের অপসারণের দাবিতে গত ১৫ই এপ্রিল থেকে কর্মবিরতি পালন করে আসছি এবং গত ২৩ই এপ্রিল নোয়াখালী জেলা ডি আর বরাবর লিখিত অভিযোগ জমা দিই। যার অনুলিপি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় এবং নোয়াখালী জেলা প্রশাসক বরাবর প্রেরণ করা হয়। “

পিবিএ/আরইউ/আরআই

আরও পড়ুন...