মেহেরপুরে প্রচন্ড তাপদাহে হাসপাতালে রোগীর ভীড়

পিবিএ,মেহেরপুর: মেহেরপুরে প্রচন্ড তাপদাহে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর ভীড় বাড়ছে। চলতি সপ্তাহে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি-পাত হলেও মেহেরপুর জেলার ৩টি উপজেলার কোথাও বৃষ্টি-পাত হয়নি। ফলে তাপদাহের মাত্রা দিন-দিন বৃদ্ধি পাওয়ার বিভিন্ন বয়সী রোগীর সংখ্যা বাড়ছে। ভীড় জমছে মেহেরপুর জেনারেল হাসপাতাল,গাংনী ও মুজিবনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সসহ স্থানীয় ক্লিনিকগুলোতে।

মেহেরপুরে প্রচন্ড তাপদাহে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে রোগীর ভীড় বাড়ছে
প্রচন্ড তাপদাহে হাসপাতালে রোগীর ভীড়

এ ব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার এমকে রেজা পিবিএকে জানান,এ মাসে প্রাকৃতিক নিয়মে গরমের পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় সব বয়সী মানুষ রোগে আক্রান্ত হচ্ছে। তবে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে।

পিবিএ/এসএস/আরআই

আরও পড়ুন...