কক্সবাজার সৈকতে বালি ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে “২৯ এপ্রিল ১৯৯১” স্মরণে বালি ভাস্কর্য ও পারফর্মিং আর্ট ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। সেই ভয়াল ১৯৯১ সালকে স্মরণে বালির ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী চলছে। ১৯৯১ সালের ২৯ এপ্রিল কক্সবাজার উপকূলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে সব লন্ড ভন্ড হয়ে যায় । সাগরে তলিয়ে যায় ক্ষেত খামার,গরু, ছাগল ও উপকূলের হাট বাজার। লাখ লাখ মানুষের লাশ শুধু পানিতে ভাসে। সেই ভয়াল ২৯ এপ্রিলকে স্মরণে কক্সবাজার সৈকতে চলছে বালির ভাস্কর্য নির্মান।

কক্সবাজার লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে "২৯ এপ্রিল ১৯৯১" স্মরণে বালি ভাস্কর্য ও পারফর্মিং আর্ট ও আলোক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। সেই ভয়াল ১৯৯১ সালকে স্মরণে বালির ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী চলছে।
বালি ভাস্কর্য ও আলোকচিত্র প্রদর্শনী

এ দিন উপকূলের ১ লাখ ৩৯ হাজার মানুষ প্রাণ হারিয়েছিল। সেই দিনের স্মৃতি নানাভাবে ফুটে উঠেছে শিল্পীর তুলিতে, আলোকচিত্র ও বালি ভাস্কর্যে। এতে উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ বিভিন্ন চিত্র শিল্পীরা। পরিকল্পিত কক্সবাজার আন্দোলন সমন্বয়ক সাংবাদিক আব্দুল আলীম নোবেলের সভাপতিত্বে, কক্সবাজার আর্ট ক্লাবের সভাপতি বিশিষ্ট চিত্র শিল্পী তানবীর সরওয়ার রানার সমন্বয়ে একঝাঁক তরুণ সাথে রয়েছেন ।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...