সাত কলেজ অধিভুক্তি বাতিলের দাবিতে, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

পিবিএ,ঢাকা: সোমবার সকাল ১১টার দিকে রাজু ভাস্কর্য এর সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বিক্ষোভ সমাবেশে আসা, ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রহমতউল্লা রাকিব বলেন, আমাদের এখন লাইব্রেরিতে বা ক্লাসরুমে থাকার কথা, কিন্তু আমরা আছি রাজপথে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন, আমাদের সমস্যা ধরতে পারছে না। তারা নিজ সন্তানদের ঠিকমতো দেখভাল করতে পারছে না, অন্যদিকে দত্তক সন্তান নিয়ে বসে আছে। এটাই বড়ই দুঃখজনক।

সোমবার সকাল ১১টার দিকে রাজু ভাস্কর্য এর সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় এর সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
রাজু ভাস্কর্য এর সামনে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

কিছুক্ষণ পরেই সেখানে উপস্থিত হন,”এক দফা এক দাবি, সাত কলেজ বাতিল চাই ” এর মূল সমন্বয়ক ও আন্দোলন এর মুখপাত্র আহমেদ মুনীর তাঈফ, তিনি বলেন, ” সাত কলেজের অধিভুক্তি শুধু আমাদের সমস্যা নয়, এটা ওই সাত কলেজে পড়ুয়া ২,৬৭,০০০ শিক্ষার্থীদেরও সমস্যা। যেখানে আমাদের বিশ্ববিদ্যালয় তেতাল্লিশ হাজার শিক্ষার্থীদের সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে উল্টো এই অধিভুক্তির কোন যৌক্তিকতা আছে কি না, তা আমরা মনে করি না।

তিনি আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এটা ঢাবি কর্তৃপক্ষ বা সাত কলেজ এর বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, এটা ঢাবি কর্তৃপক্ষ এর নেয়া সুনির্দিষ্ট ভুল সিদ্ধান্তের বিরুদ্ধে আমাদের নৈতিক অবস্থান। সেই ভুল সিদ্ধান্তের ভুক্তভোগী আমরা নিজেরাই। এর থেকে পরিত্রাণ পেতে হলে, আমাদেরকেই মাঠে নামতে হবে।

এরপরে রাজু ভাস্কর্য এর পাদদেশ থেকে পুরো ক্যাম্পাস পদক্ষিণ করে ঢাবির উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেয়া হয়। এসময় ক্যাম্পাস মুখরিত হয়ে উঠে, “জেগেছে রে জেগেছে, ঢাবি জেগেছে। লেগেছে রে লেগেছে, আগুন লেগেছে/ এক দফা এক দাবি, অধিভুক্তমুক্ত ঢাবি ইত্যাদি স্লোগানে।

সেখানে আসা ঢাবির মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রূপময় বলেন, “অধিভুক্ত সাত কলেজ, আমাদের জন্য পরিচয়হীনতার হুমকিস্বরূপ। মানুষ কে এখন ঢাবির কোন শাখায় পড়ি বলে, কথা শুনতে হয়। যা আমাদের জন্য সত্যি লজ্জাজনক ব্যাপার।

পিবিএ/ওএএ/আরআই

আরও পড়ুন...