সড়ক দূর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই পুলিশ কর্মকর্তা আহত

পিবিএ,ফেনী: ফেনীর ফুলগাজীতে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেয়ার পথে রিকসা ভ্যানের সাথে ধাক্কা খেয়ে এতে পুলিশের মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী আহত হয়েছেন। আহতরা হলেন, ফুলগাজী থানার পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ জসিম উদ্দিন, (এএসআই) মোঃ মজিবুর রহমান ও আসামি ফুলগাজী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ ফরিদ আহম্মেদ ভুঞা।

ফেনীর ফুলগাজীতে পুলিশ এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেয়ার পথে রিকসা ভ্যানের সাথে ধাক্কা খেয়ে এতে পুলিশের মোটরসাইকেলে থাকা তিনজন আরোহী আহত হয়েছেন
মোঃ ফরিদ আহম্মেদ ভুঞা

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফেনী-পরশুরাম সড়কের গাইন বাড়ির রাস্তার মাথা নামকস্থানে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। দুইজন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এদিকে আসামী ছাত্রদল নেতা ফরিদের আঘাত গুরুতর হওয়ায় তাকে ফেনী ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এঘটনায় পুলিশ ভ্যান চালককে আটক করে থানায় নিয়ে যান। পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফুলগাজী থানার পুলিশ উপজেলার জিএমহাট বাজার থেকে ওয়ারেন্ট ভুক্ত আসামি ফুলগাজী উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ভুঞাকে গ্রেপ্তার করে। মোটরসাইকেল যোগে থানায় নেয়ার পথে ফেনী-পরশুরাম সড়কের গাইন বাড়ির রাস্তার মাথা নামক স্থানে কাটা ধান বোঝাই একটি রিকসা ভ্যান হটাৎ ডানে মোড় নিলে মোটরসাইকেলের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ৩ আরোহী পড়ে গিয়ে আহত হন।

ফেনী ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার (ইএমও) ডাঃ ফয়েজুল কবীর জানান, রাতে পুলিশ সদস্যরা সড়ক দূর্ঘটনায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসে। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কুতুব উদ্দীন জানান,ফরিদ আহমেদ নামে এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে রিকসা ভ্যানের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাসহ ৩জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পিবিএ/জেডকে/আরআই

আরও পড়ুন...