পিবিএ,বাগাতিপাড়া(নাটোর): নাটোরের বাগাতিপাড়ায় ইয়াবাসহ রিপন ও নয়ন নামে দুই যুবককে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে উপজেলার মিশ্রীপাড়া এলাকা থেকে ২৭০ পিস ইয়াবাসহ তাদের কে আটক করা হয়। আটক রিপন লালপুর উপজেলার ধুপইল নওদাপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে ও নয়ন বাগাতিপাড়া উপজেলার মিশ্রীপাড়া গ্রামের মৃত নওশেদ প্রাং এর ছেলে।
র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ রাজিবুল আহসান জানান,গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল উপজেলার মিশ্রীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। সংরক্ষণ ও বিক্রয় কালে ২৭০ ইয়াবা ট্যাবলেট রিপন আলী নয়নকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে।
পিবিএ/এফআর/আরআই