দিনাজপুরে ফসলের লাভজনক মুল্যের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

পিবিএ,দিনাজপুর: ধানসহ উৎপাদিন ফসলের লাভজনক মূল্যের দাবিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষক সমিতির ডাকে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কৃষি এবং কৃষককে বাঁচাতে উৎপাদন খরচের তুলনায় শতকরা ২৫ শতাংশ বাড়তি দাম দাবি করেছেন তারা।

ধানসহ উৎপাদিন ফসলের লাভজনক মূল্যের দাবিতে মঙ্গলবার সকালে বাংলাদেশ কৃষক সমিতির ডাকে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানবন্ধন কর্মসূচি পালিত হয়েছে
ফসলের লাভজনক মুল্যের দাবিতে কৃষক সমিতির মানববন্ধন

সুদমুক্ত কৃষি ঋনের ব্যবস্থার পাশাপাশি পল্লী বিদ্যু এবং ভূমি অফিসে দুর্র্নীতি অনিয়ম হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন সংগঠনের নেতারা। এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় বক্তব্য দেন কৃষক নেতা বদিউজ্জামান এবং আলতাফ হোসেনসহ অন্যান্যরা।

পিবিএ/এসইউএ/আরআই

আরও পড়ুন...