কক্সবাজারে রোহিঙ্গাদের জন্য আনা ডব্লিউএফপির ত্রাণসহ ট্রাক জব্দ

পিবিএ,কক্সবাজার: কক্সবাজার উখিয়ার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশীকালে রোহিঙ্গাদের জন্য আনা ত্রাণ পাচারকালে আটক করেছে বিজিবি। এসময় ট্রাকবর্তী এ্যাংকর ডাল জব্দ করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে এসব ত্রাণসহ ট্রাকটি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের বাজার মূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা।

ত্রাণসহ ট্রাক জব্দ
রোহিঙ্গাদের জন্য আনা ডব্লিউএফপির ত্রাণসহ ট্রাক জব্দ

এ তথ্য নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অতিরিক্ত পরিচালক আশরাফ উল্লাহ রনি পিবিএ কে বলেন, তল্লাশীর সময় বালুখালী হতে চট্টগ্রামগামী মালবাহী কাভার্ড ভ্যান ফেলে ড্রাইভার পালিয়ে যায়। পরে তা জব্দ করা হয়। জব্দকৃত মালামালসহ কাভার্ড ভ্যান বালুখালী শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

উল্লেখ্য, বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের জন্য বিভিন্ন এনজিও সংস্থা কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী সিন্ডিকেটের মাধ্যমে কক্সবাজারসহ আশ-পাশের এলাকায় খোলা বাজারে বিক্রয় হচ্ছে। এ জন্য ডব্লিএফপির কর্মকর্তাদের যোগসাজেস একটি চক্র এ ত্রাণ পাচার করছে।

পিবিএ/টিএ/আরআই

আরও পড়ুন...