পিবিএ,ঢাকা : গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট ও মিত্ররা। মাত্র ৬টি আসন পায় বিএনপি। এর মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান গত ২৫ এপ্রিল শপথ নেন। সোমবার (২৯ এপ্রিল) শপথ নিয়েছেন আরো চার বিজয়ী সাংসদ।
এখন শুধু বাকি আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কবে শপথ নেবেন এমন প্রশ্নে ফখরুল জানান, সময় হলেই জানতে পারবেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) মির্জা ফখরুল বলেন, বগুড়া-৬ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিতে আমি নাকি সময় চেয়ে আবেদন করেছি। আসলে আমি কোনো চিঠি দেইনি। সময়ও চাইনি। এটাও আমাদের দলীয় সিদ্ধান্ত। এটা আমাদের কৌশল।
তিনি বলেন, সোমবার (২৯ এপ্রিল) থেকে রাজনীতি গরম হয়ে গেছে। এটা নিঃসন্দেহে চমকের মতো সংবাদ। ইউটার্ন মনে করতে পারেন। আমাদের সিদ্ধান্ত অন্যরকম ছিল। ৩০ ডিসেম্বর কোনো নির্বাচন হয়নি প্রহসন হয়েছে। খুব খারাপ সিদ্ধান্ত বলে মনে করি না। আমাদের সুযোগ ন্যূনতম কাজে লাগাতে চাই। সময়ের প্রয়োজনে অনেক কিছু হয়। সময় ঠিক করে দেবে আমাদের সিদ্ধান্ত ভুল না ঠিক।
এদিকে বিএনপি শপথ গ্রহণের পরই শুরু হয়েছে সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা। সংরক্ষিত নারী আসনে একটি আসন পাবে বিএনপি। সে আসছে কে আসছেন এমন প্রশ্ন রাজনৈতিক মহলে।সংরক্ষিত নারী আসনে বিএনপির যেসব নেত্রীর নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় আসছেন তারা হলেন, নারী এমপি আফরোজা আব্বাস, নিপুণ রায় চৌধুরী, শামা ওবায়েদ ও রুমিন ফারহানা।আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে এবার বিএনপি ১টি সংরক্ষিত আসন পাবেন।
পিবিএ/এমএস