আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

পিবিএ,হিলি: আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে আজ বুধবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। অন্যদিকে বন্দরের অভ্যন্তরে পন্য লোড় আনলোড়ও বন্ধ থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। বাংলা হিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, আর্ন্তজাতিক মে দিবস উপলক্ষে সরকারী ছুটি হওয়ায় আজ বুধবার ১ দিন ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারিথী নিয়মে বন্দরে আবারো পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

হিলি স্থলবন্দর
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোঃ ফিরোজ কবির জানান, মে দিবস উপলক্ষে বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্যে দিনের মতো স্বাভাবিক থাকবে।

পিবিএ/এস/আরআই

আরও পড়ুন...