এক সময়ের স্রোতস্বিনী যাদুকাটা নদী দিয়ে লঞ্চ, স্টীমার ও নৌকা চলাচল করতো। সেই নদী কালের আবর্তে এখন মরা খালে পরিণত হয়েছে। আমাদের দেশের নদ-নদীর বর্তমানে এই অবস্থা দেখা যাচ্ছে। প্রতিবেশী দেশ, আমাদের দেশের নদ-নদীর পানি প্রবাহের সব পথ বাঁধ দিয়ে বন্ধ করে দেওয়ার ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। অদূর ভবিষতে নদ-নদীতে এতটুকুও পানি থাকবে না। ছবিটি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার যাদুকাটা শাখা নদী থেকে তোলা। ছবি : পিবিএ / জাকির হোসেন রাজু

আরও পড়ুন...