কমেছে পেয়াঁজের দাম

পিবিএ,হিলি: রমজানকে সামনে রেখে গত কয়েকদিন থেকে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে ভারত থেকে পেয়াঁজের আমদানি। আমদানি বাড়ার সাথে সাথে কমতে শুরু করেছে এসব আমদানি করা পেয়াঁজের দাম। তিন দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি কমেছে ৪ থেকে ৫ টাকা।

গত কয়েকদিন আগে ভারত থেকে ১৫ থেকে ২০ ট্রাক পেয়াঁজ বন্দরে প্রবেশ করলেও বর্তমানে প্রতিদিনি ৩৫ থেকে ৪০ টি পেয়াঁজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করছে।

মঙ্গলবার বিকেলে বন্দরে সরেজমিনে গিয়ে দেখা যায়,তিন দিন আগেবন্দরে প্রকারভেদে ভারত থেকে আমদানি করা যেসব পেয়াঁজ ১৪ থেকে ১৫ টাকা বিক্রি হয়েছে বর্তমানে সেই পেয়াঁজ মঙ্গলবার বন্দরে বিক্রি হচ্ছে ১০ থেকে ১১ টাকা।

হিলি স্থলবন্দরের পেয়াঁজ আমদানিকারক সাইফুল ইসলাম পিবিএ’কে জানান,আসন্ন রমজান মাসকে ঘিরে দেশের বাজারে কম দামে পেয়াঁজের চাহিদা মেটাতে আমরা ভারত থেকে বেশি বেশি পেয়াঁজ আমদানি করছি।অতিরিক্ত গরমের কারণে আমদানি করা পেয়াঁজ আড়ৎ গুলোতে রাখলে পচে যাওয়ার ভয়ে আরো কম দামে আমাদের পেয়াঁজ বিক্রি করতে হচ্ছে।এেেত আমাদের কেজি প্রতি ২ থেকে ৩ টাকা ক্ষতি গুনতে হচ্ছে।

হিলি স্থলবন্দরের আরেক পেয়াঁজ আমদানিকারক এরশাদুল ইসলাম জানান,রমজান মাসকে সামনে রেখে আমরা বেশি বেশি পেয়াঁজ আমদানি করছি।কয়েকদিনের তাপদহে মোকামে পেয়াঁজ পচে যাওয়ার ভয়ে অনেক পাইকার পেয়াঁজ কিনছে না আর যে কারনে আমাদের কম দামে পেয়াঁজ বিক্রি করতে হচ্ছে।

হিলি কাষ্টমস সূত্রে জানা যায়,চলতি সপ্তাহে ৪ কর্ম দিবসে ভারতীয় ১৪৩ ট্রাকে ৩ হাজার ৫শ ৭৫ মেট্রিকটন পেয়াঁজ আমদানি হয়েছে।

পিবিএ/এমআর/হক

আরও পড়ুন...