বেঈমানের দলে পরিণত হয়েছে বিএনপি : সালাহ উদ্দীন রাজ্জাক

পিবিএ,ঢাকা: এলডিপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দীন রাজ্জাক বলেছেন, বিএনপির এমপিরা শপথ নিয়ে বিশ্বাস ঘাতকতা করেছে। তারা মানুষের সাথে প্রতারণা করেছে। সংসদ সদস্য হিসেবে তাদের শপথ নেয়া গণতন্ত্রকামী মানুষের সঙ্গে বিশ্বাস ঘাতকতার শামিল। বিএনপি জনগণের দল থেকে বেঈমানের দলে পরিণত হয়েছে। বিএনপির এমপিদের শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, যারা শপথ নিয়েছেন জাতি তাদের ‘বেঈমান, বিশ্বাসঘাতক, গণদুশমন’ ইত্যাদি শব্দ ব্যবহার করে ধিক্কার দিচ্ছেন। ২০ দলীয় জোট যেহেতু এ নির্বাচন মেনে নেয়নি সেহেতু এ সংসদে যোগদান একধরনের বেঈমানী।

তিনি আরো বলেন, অসহায়ত্ব প্রকাশ করে ক্ষমতাসীনদের অনুকম্পা নেয়ার কৌশল যোগ্য নেতৃত্বের রাজনীতি হতে পারে না। এটা কোনো ভাল লক্ষণ নয়। জনগণের প্রতি কমিটমেন্ট এবং দলের আদর্শের প্রতি দৃঢ়বিশ্বাস না থাকলে যা হয় বিএনপিতে তাই হচ্ছে।

তিনি ২০ দলীয় জোট থেকে কর্নেল অলিকে বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান। সেই সঙ্গে বিএনপির সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বলেন। না হলে তিনি এলডিপি থেকে পদত্যাগ করবেন বলেও ঘোষণা দেন।

পিবিএ/এমএসএম

আরও পড়ুন...