বর্তমান সরকার শ্রমিক বান্ধব: স্বাস্থ্যমন্ত্রী

পিবিএ,মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমান সরকার শ্রমিক বান্ধব সরকার। দেশের উন্নয়ন কাজে শ্রমিকদের অনেক ভুমিকা রয়েছে। শ্রমিকরা কাজ না করলে দেশের উন্নয়ন হতো না। ন্যায্য মজুরী শ্রমিকদের অধিকার, তাই শ্রমিকদের ন্যায্য মজুরী নিশ্চিত করেছে শেখ হাসিনার সরকার। প্রতিটি শ্রমিকের বাসস্থানের যেন ব্যবস্থা হয় সে লক্ষ্যে কাজ করা হচ্ছে। শ্রমিকদের চিকিৎসার উন্নয়ন করা হচ্ছে। শ্রমিকদের উন্নয়নে সব ধরনের প্রচেষ্টা চালানো হচ্ছে।

বুধবার দুপুরে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের আয়োজনে মহান শ্রমিক দিবসের শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, শ্রমিকরাই আমাদের সকল কাজ করে দিচ্ছে। আজ মিল ফ্যাক্টরীতে শ্রমিকরা কাজ না করলে উৎপাদন বন্ধ হয়ে যাবে।শ্র্রমিকরা বিদ্যুতের কাজ না করলে বিদ্যুৎ উৎপাদন হবে না। যত খাদ্য উৎপাদন হয় তা শ্রমিকরা করে। বিদেশেও আমাদের শ্র্রমিকরা কাজ করছে। যার রেমিটেন্স দিয়ে দেশের অর্থনীতির উন্নয়ন করছে।

তিনি বলেন, বিএনপি সরকার পাটকল, বস্ত্রকলসহ বিভিন্ন শিল্প কারখানা বন্ধ করে দিয়েছিল। কলকারখানা আগুনে পুড়িয়ে দিয়েছিল। এতে শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরেছে। তাদের দিন কেটেছে অনাহারে। তাদের কাজ করার জায়গা ছিলনা। শেখ হাসিনার সরকার বন্ধ হওয়া মিলকারখানাগুলো চালু করে দিয়েছে। এখন শ্রমিকরা এসব কারাখানায় কাজ করছে। শ্রমিকের উন্নয়ন হয়েছে। তিনি বলেন, পরিশ্রম ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারে না। শ্রমিকের হাতই বড় শক্তি। একটি জাতি এগিয়ে যেতে হলে পরিশ্রম করতে হবে।

শ্রমিক সমাবেশে জেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক এস, এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

শ্রমিক সমাবেশ শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সড়ক দূর্ঘটনায় আহত ও পঙ্গু হওয়া বেশ কিছু শ্রমিকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশন করে স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীরা।

পিবিএ/এমআই/হক

আরও পড়ুন...