বাগেরহাটে মাহেন্দ্র-ট্রাক সংঘর্ষ; নিহত ৩,আহত ৬

bagerhat-accident-News-PBA

পিবিএ, বাগেরহাট: বাগেরহাটের রামপালে মাহেন্দ্র ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।

বৃহস্পতিবার(০২মে) সকাল ৮ টার দিকে খুলনা-মোংলা সড়কের রামপাল সদরের চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- মোংলা উপজেলার চিলা গ্রামের ইউপি সদস্য আবদুল জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫), অন্যজন এইক উপজেলার মাকড়ডোন এলাকার সঞ্চিত রায় (৪৭)। আহতদের উদ্ধার করে স্থানীয় রামপাল হাসপাতাল ও খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে।

রামপাল হাইওয়ে থানার এসআই মলয় রায় জানান, মাহেন্দ্রটি নিয়ন্ত্রণ হারালে ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। নিহতদের লাশ উদ্ধার করে রামপাল থানায় রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে রামপাল হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...