পিবিএ,বেনাপোল: বেনাপোল পুটখালী সীমান্তে ৭৬ পিস ইয়াবাসহ আবদুল্লাহ (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুটখালী ক্যাম্পের সদস্যরা। বুধবার তাকে আটক করা হয়। বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পারি মাদক কারবারিরা ভারত থেকে ইয়াবা এনে শিবনাথপুরে একটি মাছের ঘেরের মধ্যে অবস্থান করছে।
এ সময় পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিয়ে ৭৬ পিস ইয়াবাসহ আবদুল্লাহকে হাতেনাতে আটক করে। আটক আবদুল্লাহ বেনাপোল পোর্ট থানার শিবনাথপুর বারপোতা গ্রামের মুনসুর আলীর ছেলে।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
পিবিএ/এন/আরআই