দিল্লিকে ৮০ রানে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে চেন্নাই

পিবিএ ডেস্কঃ অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি মাঠে ফিরতেই ফের স্বমহিমায় সিএসকে। বুধবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম মাঠে দিল্লিকে ৮০ রানে হারিয়ে আইপিএল লিগ টেবিলের শীর্ষে উঠে এল চেন্নাই সুপারকিংস। এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ তোলে সিএসকে। সুরেশ রায়না ৫৯ এবং ডু’প্লেসি করেন ৩৯ রান। ধোনি মাত্র ২২ বলে ৪৪ রানের একটি ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। জবাবে ব্যাট করতে নেমে প্রথম থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে দিল্লি ক্যাপিটালস। সিএসকের স্পিনার ইমরান তাহিরের বোলিং দাপটে কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ব্যাটিং লাইনআপ। ৩.২ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন ইমরান। এছাড়া ৩টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট পান দীপক চাহার এবং হরভজন সিং। দিল্লির হয়ে সর্বোচ্চ রান করেন শ্রেয়স আইয়ার(৪৪)। এছাড়া শিখর ধাওয়ান করেন ১৯ রান। এই দু’জন ছাড়া দিল্লির কোনও ব্যাটসম্যানকেই এদিন জ্বলে উঠতে দেখা যায়নি। ১৬.২ ওভারে মাত্র ৯৯ রানে গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালসের ইনিংস। ৮০ রানে ম্যাচ জিতে নেয় ধোনিবাহিনী। ম্যাচের সেরা হন মহেন্দ্র সিং ধোনি।

পিবিএ/এমআর

আরও পড়ুন...