সমুদ্রের ৫ মিটার নিচে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট

under-water-hotelপিবিএ ডেস্ক: সুখী মানুষদের দেশ খ্যাত নরওয়ের দক্ষিণে সমুদ্রের ৫ মিটার নিচে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় রেস্টুরেন্ট।

 

এটি ইউরোপের প্রথম আন্ডার ওয়াটার রেস্তোরাঁ। পানির নিচে এমন রেস্টুরেন্ট ইউরোপে আগে কখনো তৈরি করা হয়নি। সেখানে ৪০ জন মানুষ এক সঙ্গে নৈশভোজে অংশ নিতে পারবে । ১১ মিটার প্রশস্ত প্যানোরামিক জানালা দিয়ে সমুদ্রের তলদেশ দেখতে পারবেন আগতরা।

 

তবে এ রেস্টুরেন্টে খাওয়া ব্যয় বহুলও বটে। ১৮ পদের খাবারের জন্য পানীয়সহ খরচ অন্তত ৩৭০০ ক্রোনের বা ৩৬ হাজার টাকা। দুই সহোদর গাউট ও উবোস্টাদ এই রেস্টুরেন্টের মালিক। তাদের আশা বছরে প্রায় ১২ হাজার মানুষ রাতের খাবার খেতে আসবেন এখানে। এরই মধ্যে প্রায় ৭ হাজার মানুষ নৈশভোজের জন্য অগ্রীম বুকিং দিয়ে রেখেছে।

পিবিএ/এমআই

আরও পড়ুন...