গুরুদাসপুরে এসডিজি বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

পিবিএ,গুরুদাসপুর (নাটোর): নাটোরের গুরুদাসপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান মন্ত্রীর কার্যালয়ের গভার্নেন্স ইনোভেশান ইউনিটের তত্বাবধানে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন
এসডিজি বাস্তবায়ন প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

কর্মশালায় বিষয় ভিত্তিক আলোচনায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন জনাব মো.শাহরিয়াজ জেলা প্রশাসক নাটোর,,বিষেশ অতিথি মো আনোয়ার হোসেন উপজেলা চেয়ারম্যান গুরুদাসপুর,মুখ্য আলোচক মো.গোলাম রাব্বী উপপরিচালক স্থানীয় সরকার নাটোর,মুল প্রবন্ধ উপস্থাপক ড.মো.রাজ্জাকুল ইসলাম,পরিচালক সমাজসেবা অধিদপ্তর রাজশাহী,উক্ত , অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মো.হাফিজুর রহমান।

অনান্য্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. রোকসানা আকতারসহ স্থানীয় জন প্রতিনিধি,সরকারী কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ক্রিড়াবীদ সুশীলসমাজ সাংবাদিকসহ নানা শ্রেনী পেশার শতাধিক প্রতিনিধি।

বক্তারা এসডিজির গুরুত্ব তুলে ধরে বলেন, তথ্য উপাত্ত নির্ভর সিদ্ধান্ত গ্রহন এসডিজিতে সরকারের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে গুরুত্ব সহকারে। ২০৩০ সালে সরকারের লক্ষ্য বাস্তবায়নে সর্ব ক্ষেত্রে বৈষম্য রোধ করতে হবে। ক্ষুধা দারিদ্র মুক্ত করা ,নিরাপত্তা নিশ্চিত করা,আধুনিক ও প্রযুক্তি নির্ভর কৃষি কার্যক্রম ,ন্যায় বিচার ও মানসম্মত বাস্তব মুখি শিক্ষা নিশ্চিত করন, জেন্ডার সমতা অর্জন, জলবায়ু কায্যক্রম,নারীর ক্ষমতায়ন, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, টেকসই অবকাঠামো ও শিল্প প্রতিষ্ঠান নির্মান, উপযুক্ত কর্মসংস্থান ,নিরাপদ বাসস্থান,তথ্যের অবাদ প্রবেশাধিকার ,বৈশ্বয়িক অংশীদারিত্ব পূর্নজাগিত করা, সিভিল সোসাইটি ,স্থানীয় প্রতিনিধি সমবায় প্রচারনা বাস্তবায়ন নিশ্চিত করাসহ এসডিজি লক্ষ্য অর্জনে ১৭টি পরিকল্পনায় ১৬৯টি টার্গেট গ্রহনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা আরো বলেন, সরকারী পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়ন করতে হলে নারী সম্পৃকততাসহ সকল স্থানীয় সরকারী প্রতিনিধি ও সরকারী বিভিন্ন দপ্তরকে নিজ দায়িত্বে যথাযথ ভাবে দায়িত্ব পালনের বিকল্প নেই। শেষ কথা হলো একটি সুখি সমৃদ্ধশালী বৈষম্যহীন জাতী গড়ে তোলা আমাদের মহান মুক্তি সংগ্রামের অন্যতম চেতনা। সেই চেতনাকেই জাগ্রত করতে এসডিজির বিকল্প নাই।

পিবিএ/এনএইচএন/আরআই

আরও পড়ুন...