পিবিএ,বিনোদন : কন্ঠশিল্পী মাজেদুর মানিকের ‘মায়া লাগেরে’ শিরোনামের গানটি অবমুক্ত হয়েছে। মেলোডি গানটির গীতিকার ও সুরকার তারিকুল ইসলাম মাসুম। গানটি গত (২৭ এপ্রিল) শনিবার জি সিরিজ ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়েছে।
গানটি প্রসঙ্গে শিল্পী মাজেদুর মানিক বার্তা সংস্থা পিবিএ’কে , গানের কথাগুলো অসাধারণ ছিলো। যা দর্শকদের ভালো লাগবে। বরাবরই ব্যাতিক্রম গানের প্রতি আমার ঝোক থাকে সে ঝোক থেকে ব্যাতিক্রম এই গানটি গেয়েছি। গানটি গাওয়ার পর মনে হলো আমার এই দর্শক শ্রোতাদের মধ্যে ব্যাপক আলোচনার তৈরি করবে। অবশ্য গানটি অবমুক্ত হওয়ার পর ধারণাগুলো সত্যি হয়।
তিনি আরও বলেন, প্রধম এটি আমার দ্বিতীয় অ্যালবামের গান। পাওয়ার ভয়েসের আমার বন্ধু মাসুমের সাথে প্রথম গান কম্পোজিশন করেছিলাম। তাই এবারও মীর মাসুম এর কম্পজিশনে, মাসুম পাওয়ার ভয়েস এর লেখা ও সুর করা গানে টি ভি এস কোম্পানির সহজোগিতায় (মায়া লাগেরে) গানটি করলাম। আমি তার কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্বিতীয় গানটি নিয়ে আশাবাদী হয়ে গানটি উৎসর্গ করেন দর্শকদের। সবার ভালোবাসা ও দোওয়া নিয়ে এগিয়ে যেতে চান আরও অনেক দূর শিল্পী মাজেদুর মানিক ।
পিবিএ/এমএস