উড়িষ্যায় ফণী’র তান্ডবে নিহত ৪, ভূমিধ্বসের আশংকা

পিবিএ ডেস্ক: ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য উড়িষ্যার উপকুলীয় শহর পুরীতে ঘুর্ণিঝড় ফণী’র প্রচণ্ড তান্ডবে ৪জন নিহত হয়েছে বলে জানিয়ে সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া। এছাড়া প্রবল বর্ষণের ফলে ভূমিধ্বসের প্রক্রিয়া দেখা দিয়েছে।শুক্রবার সকাল আটটার দিকে সেখানে ঝড়ের দাপট শুরু হয়। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২০০ কিলো মিটার বা ১২৫ মাইল।

উড়িষ্যার স্পেশাল রিলিফ কমিশনার বিষ্ণুপদ শেঠি জানান, ঝড়ের ভয়াল গর্জন শুনে আশ্রয়কেন্দ্রের ভিতরে অবস্থানকরা এক বৃদ্ধ মারা যান। অন্যদিকে আমাদের নিষেধ থাকা সত্ত্বেও এক ব্যক্তি আশ্রয়কেন্দ্রের বাইরে বের হলে সে গাছ চাপা পড়ে মারা যায়।

সকালেই ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টি নিয়ে ঘূর্ণিঝড় ফণী উড়িষ্যা উপকূলে আছড়ে পড়ে। ভারতীয় আবহাওয়া দফতরের প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ শ্রেণির এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছিল শুক্রবার সকাল ৮ টা থেকেই। প্রেস ইনফরমেশন ব্যুরো একটি ভিডিও পোস্ট করেছে যাতে পুরীতে সাইক্লোন ফণীর গর্জন স্পষ্ট বোঝা যায়।

ঘূর্ণিঝড় ফণীর তান্ডবে উড়িষ্যার ভুবনেশ্বরসহ বেশ কিছু স্থানে গাছ উপড়ে পড়া সহ পুরনো দূর্বল বাড়িঘর ভেঙে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।সেই সাথে বাতাসের ভয়াল গর্জন এবং বৃষ্টির তীব্র শব্দ শোনা যাচ্ছে।উড়িষ্যা উপকূল জুড়ে ভারী বৃষ্টি হচ্ছে।কোথাও কোথাও ভূমিধ্বসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছ টাইমস অব ইন্ডিয়া।পুরী শহর জুড়ে বহু গাছ উপড়ে পড়ে গেছে।এন্ডিটিভি জানিয়েছে, ফণীর ছোবলে উপকূলীয় শহর পুরী ভূতুরে শহরে পরিণত হয়েছে।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...