সৌদিতে নিহত বাংলাদেশীদের মধ্যে টাঙ্গাইলের দুই জন

পিবিএ,টাঙ্গাইল: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত দশ বাংলাদেশির মধ্যে ২ জন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার। ১ মে বুধবার সকালে সৌদি আরবের রিয়াদ থেকে ১৫০ কিলোমিটার দূরে শাগড়া নামক একটি জায়গায় চাকা ফেটে যাওয়ায় তাদের বহনকারী মিনিবাসটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে চালকসহ মোট ১৭ জন ছিলেন বলে জানা গেছে।

নিহত

নিহতরা হলেন: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঝাগরমান এলাকার হাবেজ উদ্দিনেরেছেলে বাহাদুর, তার পাসপোর্ট নম্বর- BW 0337299 এবং একই উপজেলার কস্তুরিপাড়া এলাকার মো: শামসুল হকের ছেলে মো: মনির, তার পাসপোর্ট নম্বর: BX 0564818।

জানা গেছে, নিহত সবাই বৈধ শ্রমিক ছিলেন এবং তারা দাম্মাম থেকে রিয়াদ হয়ে মদিনা যাওয়ার কথা ছিল।হতাহতরা সবাই সৌদি আল হারিফ ক্যাটারিং কোম্পানিতে কাজ করতেন। দু্র্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনজন। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সৌদিতে সড়ক দুর্ঘটনাএ বিষয়ে রিয়াদে বাংলাদেশ মিশনের উপ-প্রধান নজরুল ইসলাম বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ইতোমধ্যে তাদের জন্য সহায়তার ব্যবস্থা নিয়েছি। যত দ্রুত সম্ভব আমরা লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।
এ ঘটনায় কালিহাতী উপজেলায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনা শোনার পর থেকেই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের লোকজন। এখন তাদের একটাই দাবী দ্রুত নিহতদের দেশে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হোক।

পিবিএ/জেআই

আরও পড়ুন...