ঘূর্ণিঝড় ফণীঃ কক্সবাজারে দমকা হাওয়া শুরু

তাহজীবুল আনাম,পিবিএ,কক্সবাজার: কক্সবাজারে ঘূর্ণিঝড় ফণী ‘র প্রভাবে সকাল থেকে বাতাসের সাথে ভ্যাপসা গরম অনুভুত হচ্ছে। সমুদ্রের পানির উচ্চতা ও ঢেউ স্বাভাবিকের চেয়ে ৫-৭ মিটার বেশি দেখা যাচ্ছে।উত্তাল অবস্থা বিরাজ করছে বঙ্গপসাগরে। সকাল থেকে বাতাসের গতি দেখা না গেলেও দুপুরের পর থেকে বাতাসের গতি বাড়ছে। এদিকে সাগর থেকে মাছ ধরার ট্রলার ও নৌকা গুলো উপকূলের কাছাকাছি অবস্থান করছে।

বেড়িবাঁধ এখনো অরক্ষিত হওয়ায়, ফণীর তান্ডবে কক্সবাজারের উপকূলীয় অঞ্চল ধলঘাটা, মাতারবাড়ী,কুতুবদিয়া ও পেকুয়ায় বেশি আঘাত হানাতে পারে।

কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুল আবছার পিবিএ’কে বলেন, জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে সকল প্রস্তুতি সম্পন্ন । আমরা বিষয়টিতে নজরদারি রাখছি।

আবহাওয়া অধিদপ্তর সুত্রে,
সকাল থেকে ঘূর্ণিঝড় ফণী ভারতের অঙ্গ রাজ্যে পূর্ণ শক্তি নিয়ে মারাত্মকভাবে আঘাত হানে।সন্ধ্যা থেকে বাংলাদেশে হালকা থেকে মাঝারি ও মধ্যরাতে মহামারী আঘাত হানাতে পারে।গতকাল থেকে কক্সবাজারে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখানো হয়েছে এবং এখনো তা বহাল রয়েছে। ঘূর্ণিঝড় ফণী র প্রভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণসহ ঘণ্টায় ৮০-১০০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে অতিসত্ত্বর নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...