দৌলতদিয়া পাটুরিয়া লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ

পিবিএ,রাজবাড়ী: নৌদুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কৃতিপক্ষ।বৃহস্পতিবার বিকেল ৪ টায় লঞ্চ এবং শুক্রবার দুপুর ২টায় এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিডটিসি কৃতিপক্ষ।

জানা যায় ঘূর্ণিঝড় ফণী প্রবল শক্তি নিয়ে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় অন্ধপ্রদেশ ও ওড়িশায় ভারী বর্ষণ শুরু হয়েছে। ভারতের উড়িষ্যা হয়ে বাংলাদেশের আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী।
অন্যান্য জেলায় আঘাত হানার পাশাপাশি রাজবাড়ীতে ও আঘাত হানবে ঘূর্ণিঝড় ফণী।তাই দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকার কারণে ঘাটে এখন প্রচুর গাড়ি আটকা পরে আছে বলে জানা গেছে।এতে করে জনগণের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দৌলতদিয়া লঞ্চঘাটের টিআই আফতাফ হোসেন পিবিএকে বলেন,ঘূর্ণিঝড় ফণীর কারণে বৃহস্পতিবার বিকেল ৪ টায় দৌলতদিয়া-পাটুরিয়া লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে কৃতিপক্ষ।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কৃতপক্ষের( বিআইডব্লিডটিসি) দৌলতদিয় ঘাট সহ-ব্যবস্থাপক রুহুল আমিন পিবিএকে বলেন,শুক্রবার দুপুর ২টা থেকে আমাদের ফেরি চলাচল বন্ধ আছে।পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় ফণীর কারণে ফেরি চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকার কারণে ঘাটে অনেক গাড়ি আটকা পড়ে আছে বলে জানান।

পিবিএ/সিএস/হক

আরও পড়ুন...