নেত্রকোনায় ফিঙ্গারপ্রিন্ট ছিনতাই

পিবিএ,নেত্রকোনা: মোবাইলের সিম ফ্রিতে দেয়ার কথা বলে নেত্রকোনার মোহনগঞ্জ ও বারহাট্টা উপজেলার ১০ গ্রামের কয়েক’শ মানুষের আঙ্গুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) ও ভোটার আইডি কার্ডের কপি নিয়ে পালিয়েছে দুই প্রতারক। ভোক্তভোগীরা ঘটনাটি বুঝতে পারেন, যখন তারা নতুন কোন সিম তুলতে গিয়ে দেখেন তাদের নামে অসংখ্য সিম তুলে ফেলা হয়েছে। এ ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। শুক্রবার মোহনগঞ্জ উপজেলার হানবীর গ্রামের রাইমন চৌ,সাধন,শ্যামল,মায়ারানী,প্রতিমা, মেনেকাসহ বেশ কয়েকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে নিয়ে থানার আসেন এ বিষয়ে অভিযোগ জানাতে।

ফিঙ্গারপ্রিন্ট ছিনতাই
নেত্রকোনায় ফিঙ্গারপ্রিন্ট ছিনতাইয়ের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ

তারা বলেন, হানবীর এলাকার নরেশ হালদারের ছেলে সত্য হালদার ও তার ফুফাতো বোন কবিতা যার বাড়ি কলমাকান্দা থানার শিদলি গ্রামে, এই দুইজন মিলে এয়ারটেলের সিম ফ্রিতে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ডের কপি একাধিকবার আঙ্গুলের ছাপ নিযে যায়। পরে তারা নতুন সিম তুলতে গিয়ে আর তুলতে পারেননি। কারণ ইতিমধ্যে তাদের নামে অসংখ্য সিম তুলে ফেলা হয়েছে।

পিবিএ/এসএজে/আরআই

আরও পড়ুন...