পিবিএ,খুলনা: খুলনায় জঙ্গি সন্দেহে কথিত ‘আল্লার দলে’র তিন সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান (র্যাব-৬) এর সদস্যরা।
শুক্রবার দুপুরে খুলনা সদর থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, সংগঠনের খুলনা ও বরিশাল জেলা নায়েক মোঃ হাবিবুর রহমান (২৪), খুলনা জেলা সদস্য মোঃ রফিউর রহমান রাজিব (৩০) ও খুলনা জেলা নায়েক আঃ মান্নান (৫০)।
এ সময় তাদের কাছ থেকে সংগঠনের নামে আদায়কৃত ১ লাখ ৩৪ হাজার টাকা, ৩টি উগ্রবাদী বই, লিফলেট ও হ্যান্ডনোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানা এলাকায় একটি বাড়িতে গোপন বৈঠক চলাকালে তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
পিবিএ/এসএইচ রশিদ/এএইচ