পিবিএ,চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় প্রেমঘটিত কারণে মোমিন (১৬) নামের এক কিশোরকে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার আলুকদিয়ার গাংপাড়ার মাথাভাঙ্গা নদী থেকে কিশোর মোমিনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে পুলিশ মোমিনের বন্ধু সাফায়েতকে (১৭) গ্রেফতার করেছে। মোমিন আলুকদিয়া বাজারপাড়ার দেলোয়ার হোসেনের ছেলে।
পুলিশ সুত্র জানায়, বর্ষা নামের এক মেয়ের সাথে সাফায়েতের প্রেমের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক ভেঙ্গে গেলে বর্ষার সাথে মোমিনের বন্ধুত্ব সম্পর্ক তৈরী হয়। ফলে মোমিনের সাথে সাফায়েতের শত্রতা বাঁধে। এরই মাঝে গত বৃহস্পতিবার সাফায়েত মাথাভাঙ্গা নদীর পাশে মোমিনকে গলা কেটে হত্যা করে পানিতে লাশ ফেলে দেয়।
রাতে মোমিন বাসায় না ফিরলে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে। শুক্রবার রাতে মোমিনের লাশ নদীতে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোমিনের গলা কাটা লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকান্ডে জড়িত সাফায়েতকে পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পিবিএ/টিটি/আরআই