নেশা জাতীয় দ্রব্যকে না বলুন

পিবিএ,ঢাকা: নেশা মানুষকে তিলে তিলে মৃত্যুর দিকে ধাবিত করে। নেশা মানুষের মানসিক অবস্থাকে দুর্বল করে উন্মাদ বানিয়ে দেয়। পরিবার-পরিজন,সমাজ,বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সর্বস্তরের জনগণ নেশাকারীকে ঘৃণার চোখে দেখে। নেশাখোর মানুষের সাথে অধিকাংশ মানুষ মিশতে চায় না এবং সর্বদা তাদের এড়িয়ে চলার চেষ্টা করে।

নেশাঅনেকেই নেশায় মত্ত হয়ে থাকা মানুষের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। নেশা জাতীয় দ্রব্য যেমন- মদ,গাঁজা,ফেন্সিডিল,ক্যাথোড্রিল, বিড়ি,তামাক, ভাং, চুরুট, সিগারেট, ইয়াবা, তাড়ি, খাট ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য থেকে আমাদের সর্বদা দূরে থাকা উচিত। “ধূমপানে বিষপান”, ” ধূমপান মৃত্যুর কারণ”,”ধূমপানে স্ট্রোক হয়”, ” ধূমপান যৌনশক্তি কমায়” ইত্যাদি বিভিন্ন স্লোগান আমরা লিফলেট আকারে প্রকাশ করে জনসচেনতা সৃষ্টি করতে পারি।

মানুষ যাতে ধূমপান না করে এজন্য গ্রাাম এবং শহরাঞ্চলে সভা, সেমিনার এবং মাদকবিরোধী ক্যাম্পেইনের আয়োজন করতে পারি। আমরা চাই পৃথিবীর কোনো মানুষ নেশার ফলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করুক।

পিবিএ/ওজি/আরআই

আরও পড়ুন...