পিবিএ, ঢামেক: রাজধানীর গুলিস্তানে রুনা আক্তার (৩০) নামের এক নারী ছিনতাইকারীর কবলে পড়েছেন। ছিনতাইকারী তার কান ছিড়ে কানের দুল নিয়ে পালিয়েছে। আহত ওই নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার সকাল সোয়া ১১ টার দিকে গুলিস্তান গোলাপ শাহ্ মাজার এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
যাত্রাবাড়ি কাজলা এলাকায় পরিবার নিয়ে থানেন ওই গৃহিণী। স্বামীর নাম সেলিম রেজা। জ্বরাক্রান্ত মেয়ে রিদিকাকে (১০) নিয়ে ঢাকা মেডিকেলেই আসতেছিলেন তিনি।
আহত রুনা জানান, বাসার কাছ থেকে রিকশা নিয়ে ঢাকা মেডিকেলেই আসতেছিলেন। গুলিস্তান গোলাপ শাহ মাজার পার হওয়ার সময় রিকশার পিছন থেকে হুডের ফাঁকা জায়গা দিয়ে এক ছিনতাইকারী তার বাম কানের দুল ধরে জোরে টান দেয়। এতে তার কান ছিড়ে দুলটি নিয়ে যায়। পরে তিনি মেয়েকে নিয়ে হাসপাতালে আসেন।
তিনি জানান, কানের দুলটি সিডিগোল্ডের ছিলো। দুল ধরে টান দেওয়ায় তার কানের নিচের অংশ ছিড়ে গেছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি পিবিএ’র কাছে নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারীকে হাসপাতালের নাক,কান, গলা বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পিবিএ/জেডআই