দিল্লির বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে রাজস্থান

পিবিএ,খেলাধুলা: দ্বাদশ আইপিএলে রাজস্থান রয়্যালসের প্লে অফে ওঠার শেষ লড়াইয়ে শক্তিশালী দিল্লির বিপক্ষে মাঠে নেমেছে। এই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে রাজস্থান অধিনায়ক। এদিকে আজ শক্তিশালী দিল্লির বিপক্ষে নামার আগে নেতৃত্বে পরিবর্তন এনেছে পয়েন্ট টেবিলে ষষ্ঠ অবস্থানে থাকা রাজস্থান। স্টিভ স্মিথ দেশে ফেরায় তার বিপরীতে আর্মব্রান্ড তুলে দেওয়া হয়েছে অজিঙ্কা রাহানের হাতে।

১৩ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে দিল্লি ক্যাপিটালস। অন্যদিকে ১৩ ম্যাচে ৫ জয়ে ১১ পয়েন্ট নিয়ে আছে রাজস্থান। তাই আজকের ম্যাচের জয়ের বিকল্প নেই রাজস্থানের। দিল্লি ক্যাপিটালস:পৃথ্বী শও, শিখর ধাওয়ান, শয়্যস আয়ার (অধি), ঋষব পন্ট (উইকেটকিপার), কলিন ইনগ্রাম, শেরফানে রাদারফোর্ড, কেমো পল, অক্ষর প্যাটেল, অমৃত মিশ্র, ইশান্ত শর্মা, ট্রেন্ট বোল্ট।

রাজস্থান রয়্যালস:সানজু স্যামসন (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, অজিঙ্কা রাহানে (অধি), রয়ান পরগ, স্টুয়ার্ট বিন্নি, মহীপাল লোমর, কৃষ্ণপप्पा গোথাম, श्रेয়স গোপাল, ইশ সোধী, ভারুন অরন, ওশেন থমাস।

পিবিএ/এমএস

আরও পড়ুন...