রাবির ১০০ পদে নিয়োগের আবেদন শেষ ১৪ মে

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগ,দপ্তর ও শাখায় ১০০ পদে আবেদনের শেষ তারিখ আগামী ১৪ মে। এদিন বিকেল ৫টার মধ্যে অনলাইনে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে। শনিবার বিকেলে বিশ^বিদ্যালয়ের ওয়েবসাইটে থেকে এ তথ্য জানা গেছে।

নিয়োগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়

এর মধ্যে ডাটা এন্ট্রি অপারেটরে ১০টি পদে নিয়োগ দেওয়া হবে। যার যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৭৫ (৪.০০ এর স্কেলে) হলে আবেদন করা যাবে। কম্পিউটারে টাইপিং-এর গতি বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দ হতে হবে।

উচ্চমান সহকারী ৮টি পদে যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক/সমমান ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে। নিম্নমান সহকারী ১০টি পদে যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক/সমমান পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।

নিম্নমান সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ৮টি পদে যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক/সমমান পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে। কম্পিউটারে টাইপিং-এর গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে। বাস ড্রাইভার ৪টি পদে যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস হতে হবে। ভাড়ী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

এছাড়া গবেষণাগার পরিচালক পদে ৫টি নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: ন্যুনতম এসএসসি (বিজ্ঞান)/সমমান পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে। কম্পিউটারে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

অফিস সহায়কে ৫টি পদের জন্য যোগ্যতা: নূন্যতম এসএসসি/সমমান পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে। আয়া ৫টি পদে যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাস হতে হবে। কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা জিপিএ ২.৫০ হলে আবেদন করা যাবে।

নিরাপত্তা প্রহরী ২৫টি পদে যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস হতে হবে। মালী ১০টি পদে যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস হতে হবে। ফুল বাগানের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। বাস কন্ডাক্টর ৫টি পদে যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস হতে হবে। বাস কন্ডাক্টর হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অর্ডালি পিয়ন ৫টি পদে যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস হতে হবে। পদগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ru.ac.bd-এ পাওয়া যাবে।

 

পিবিএ/এএইচ/আরআই

আরও পড়ুন...