হবিগঞ্জে নদী সংরক্ষণে পর্যটনমন্ত্রীর কাছে ৭ দাবি

পিবিএ, হবিগঞ্জ: হবিগঞ্জের খোয়াই, পুরাতন খোয়াই এবং সুতাং নদী সংরক্ষণের জন্য ৭ দাবী জানিয়ে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপিকে স্মারকলিপি দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা সার্কিট হাউসে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদু, খোয়াই রিভার ওয়াটার কিপার সাধারণ-সম্পাদক তোফাজ্জল সোহেল এবং নদী জলাশয় ও পুকুর রক্ষা আন্দোলনের সদস্য সচিব আহসানুল হক সুজা এর একটি প্রতিনিধিদল মন্ত্রীকে এ স্মারকলিপি প্রধান করেন ।

নদী সংরক্ষণ
নদী সংরক্ষণে পর্যটনমন্ত্রীর কাছে ৭ দাবি

৭ দফা দাবিগুলোর মধ্যে রয়েছে খোয়াই নদী খনন করে নদীর তলদেশ গড় উচ্চতা থেকে কমপক্ষে দশফুট গভীরে নিতে হবে। খোয়াই নদী থেকে অপরিকল্পিত ও অনিয়ন্ত্রিত বালু/মাটি উত্তোলন বন্ধ করতে হবে এবং নদীর তীরে নিক্ষিপ্ত বর্জ্য অপসারণ করে বর্জ্য নিক্ষেপ বন্ধ করতে হবে। বাঁধের দুর্বল ও ক্ষয়ে যাওয়া অংশগুলো মেরামত এবং বাঁধের উভয় পাড়ে গজিয়ে উঠা সকল অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করতে হবে।

পুরাতন খোয়াই নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে দখলকারীদের মাধ্যমে ভরাট অংশের মাটি সরিয়ে নিতে ব্যবস্থা গ্রহন, নদীর পাড়ে ঘাস লাগানো, গাছ রোপন, মানুষের বসার স্থান নির্মাণ এবং নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সুতাং নদী পূর্বাবস্থায় ফিরিয়ে আনাসহ এলাকাবাসীর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। কৃষিজমি বিনষ্ট করে কোন ধরণের কল-কারখানার অনুমোদন দেওয়া যাবে না। যে সকল কল কারখানা ইতিমধ্যে গড়ে উঠেছে এগুলোর ‘উৎসে বর্জ্য পরিশোধন’ ব্যবস্থা (ইটিপি) নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনভাবে চালু রাখা যাবে না এবং পরিবেশ দূষণকারী কারখানার বিরুদ্ধে প্রচলিত আইনী ব্যবস্থা নিতে হবে।

পিবিএ/এনআরআই

আরও পড়ুন...