বাল্য বিবাহ বন্ধ করলেন হাটহাজারীর ইউএনও

খোরশেদ আলম শিমুল,হাটহাজারী: স্কুল পড়ুয়া অষ্টম শ্রেণীর ছাত্রীর বিয়ে দেওয়ার খবর শুনে শনিবার (৪ মে) বিকাল ৩ টার দিকে হাটহাজারী পৌরসভার আলীপুর ৪নং ওয়ার্ড এলাকায় কনের পিত্রালয়ে বিয়ের আসর থেকে বরকে ফিরিয়ে দিলেন ইউএনও মোঃ রুহুল আমিন।

বাল্য বিবাহ
বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও ।

জানা যায়, হাটহাজারী উপজেলার মির্জাপুর চারিয়া কাজি পাড়া মোঃ আলমগীরের সাথে পৌরসভার আলীপুর খন্দকিয়া বাড়ির ইব্রাহিম এর মেয়ে আলীপুর স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর পড়ুয়া মেয়ের সাথে বিয়ের আয়োজন চলছিল। এমন সময় স্থানীয় এক ব্যক্তি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে খবরটি জানালে। খবর শুনে সাথে সাথে ছুটে যান বিয়ের আসরে। বিয়ের আসর থেকে বরকে ফিরিয়ে দিয়ে বিয়ে বন্ধ করে দেন ইউএনও।

এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন পিবিএ’কে জানান, স্কুল পড়ুয়া মেয়েটির অভিভাবক জোর করে বিয়ে দেয়ার চেষ্টা করছিলেন। ঘটনার খবর পেয়ে বিয়ে না দেওয়ার কথা বললে কনে পক্ষের এক ব্যক্তি আদালতের কাগজ আছে বললেও পরে তা আর দেখাতে পারেন নি। আদালতের সাথে ফোনে কথা বলা যায় আমি জানতাম না। মেয়ের মা ভুল হয়েছে বলে স্বীকার করেন এবং মেয়েকে পড়াশোনা করার পর ১৮ বছর বয়স হলে বিয়ে দিবেন বলে মুচলেকা দেন।

পিবিএ/হক

আরও পড়ুন...