পথশিশুদের জন্য অর্থ সংগ্রহকালে জাবিতে আটক ৩

পিবিএ,জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ভূয়া পরিচয়ে পথশিশুদের জন্য অর্থ সংগ্রহকালে এক নারীসহ তিনজনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অর্থ সংগ্রহকালে শিক্ষার্থীদের হাতে আটক হন তারা। পরে তাদের প্রশাসনের কাছে সোপর্দ করা হয়। আটককৃতরা হলেন, মুহাম্মাদ হাসান (২৩) বাংলা বিভাগ (চতুর্থ বর্ষ) সরকারি

বাঙলা কলেজ, আটক নারী শিক্ষার্থী ডেইরী ফার্ম স্কুলের (উন্মুক্ত) নবম শ্রেণীর ছাত্রী এবং অমিত সরকার (২০) খিলগাও মডেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন বলে জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, শনিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের (ডেইরি গেট) বাহিরে ‘মনি মুক্তা স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন’ এর নামে পথ শিশুদের সাহায্য করার উদ্দেশ্যে টাকা সংগ্রহকালে উপস্থিত কয়েকজন শিক্ষার্থীর সন্দেহ হয়। পরে তাদের কাছে টাকা সংগ্রহ ও ফাউন্ডেশনের পরিচয় পত্র কিংবা প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে তারা দেখাতে ব্যর্থ হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কর্মকর্তারা তাদের বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে নিয়ে আসেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, ‘মনি মুক্তা ফাউন্ডেশন’র পরিচালক মাহমুদ মুক্তার তাদেরকে এ কাজে পাঠিয়েছে। এছাড়া তারা আর কিছুই জানেন না। এসময় তাদের কাছে ‘মনি মুক্তা ফাউন্ডেশন’ পরিচালক মাহমুদ মুক্তার এবং ‘স্বপ্নের পথিক ফাউন্ডেশন’ এর ব্যবস্থাপনা পরিচালক আরিফা জামান মিথির নাম ও মোবাইল নম্বর সম্বলিত একটি কম্পিউটার কম্পোজ কাজ পাওয়া যায়।
মাহমুদ মুক্তারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন এবং ফোন বন্ধ করে রাখেন।

আরিফা জামানের সাথে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘আমি আমাদের ফাউন্ডেশনের নামে কাউকে অর্থ সংগ্রহ কিংবা এ ধরনের কোন কাজে পাঠাইনি।’
আটকৃতরা আরও জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদেরকে গতকাল রাজধানীর তিতুমীর কলেজে ডেকে মাহমুদ মুক্তার এই কাজ দিয়েছেন। রাতে আমাদের হোয়াটস অ্যাপের মাধ্যমে এই কাগজ পাঠানো হয় এবং অর্থ সংগ্রহ করতে বলা হয়। বিনিময়ে আমাদেরকে আগমীকাল অর্থ, খাবার এবং পোশাক দেওয়া হবে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধের কথা স্বীকার করায় প্রশাসনিক প্রক্রিয়া শেষে তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করেছি।

পিবিএ/এসআই/হক

আরও পড়ুন...