মেহেরপুরে ফণীর প্রভাবে নিম্নচাপে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি

পিবিএ’মেহেরপর : ঘূর্ণি ঝড় ফণীর প্রভাবে মেহেরপুরে নিম্নচাপের কারণে মাঠের উঠতি ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। দু’দিনের এ নিম্নচাপে মেহেরপুর জেলার তিনটি উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়।

জেলার গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা কেএম শাহাবুদ্দীন সংবাদ সংস্থা পিবিএ-কে জানান,এ এলাকায় ফণীর প্রভাবে নিম্নচাপ হয়েছে। বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। তবে নিম্নচাপের কারণে বিশেষ করে উঠতি বোরো ধান পানির নিচে পড়েছে। আবহাওয়া শুল্ক হলে,ধান কাটার সুবিধা হবে। তবে এ মৌসুমের কাঙ্খিত ফসল ঘরে উঠবে না।

পিবিএ/এমএস

আরও পড়ুন...