পিবিএ,ডেস্ক: ভেনিজুয়েলার রাজধানী কারাকাসের কাছে একটি সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছে। নিহত সাতজনই হেলিকপ্টারটির আরোহী ছিলেন। শনিবার সকালে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ভেনিজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, হেলিকপ্টারটি রাজধানী কারাকাস থেকে উড্ডয়ন করে। সেটি কোজেদেসের উদ্দেশে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হয়। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
দুর্ঘটনার পর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এক টুইটবার্তায় বলেন, নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর শোক জানাচ্ছি।
মাদুরোর অভিযোগ, ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুয়াইদোকে সমর্থন দিয়ে অভ্যুত্থানের চেষ্টা করছে মার্কিন সরকার।
পিবিএ/এইটি