পিবিএ, ঢামেক: বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করে স্থায়ী চাকরীর দাবিতে ১ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের ৬৮ জন স্পেশাল ওয়ার্ড বয়।
সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলে। বার্ন ইুনিটের ৪র্থ তলায় সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেনেরর রুমের সামনে তারা এই অবস্থান কর্মসূচি পালন করে।
বার্ন ইউনিটেরর কর্মচারী মোঃ জিবন মিয়া বলেন, আমরা বার্ন ইউনিট প্রতিষ্টিত হওয়ার পর থেকে সেই ২০০৩ সাল থেকে এখানে বিনা চাকরীতে বিনা বেতনে কাজ করে আসছি। আমাদের সংসার চালানোও অসম্ভব হয়ে পড়েছে প্রায়। দীর্ঘদিন ধরে আমরা আমাদের স্থায়ী চাকরীর দাবি করে আসছি। তাতেও কোনো সমাধান না হওয়ায় আজ এই অবস্থান কর্মসূচি পালন করছি। আগামী কালকেও একটি সময়ে এই কর্মসূচি পালন করা হবে।
ঢামেক বার্ন ইউনিট সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন বলেন, গত ১০ বছর ধরে তাদের স্থায়ী চাকরীর জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। তাদের কর্মসূচি যৌক্তিক।
পিবিএ/এইচএ/জেডআই