মাত্র ৯ রান আর ২ উইকেটের বিনিময়ে যত কোটি টাকা পেলেন এই ক্রিকেটার

পিবিএ,খেলাধুলা: বিশ্বকাপ মিশনের প্রস্তুতিতে ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন আয়ারল্যান্ডে। বিশ্বকাপ ও আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে আইপিএল ছেড়ে সহ-অধিনায়ক সাকিব আল হাসান যোগ দিয়েছেন টাইগার শিবিরে। বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার আগে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবার মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব।

আসরে হায়দরাবাদের প্রথম ম্যাচেই একাদশে সুযোগ মিলেছিল। কিন্তু পারফর্ম সুবিধামতো করতে না পারায় তারকাবহুল হায়দরাবাদের একাদশে আর সুযোগ পাননি সাকিব। ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টোরা বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়া জন্য দেশে ফিরে গেলে পরে আরও দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি।

মোট এই তিন ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডার ব্যাট হাতে নেওয়ার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে। গত ২৭ এপ্রিলের ওই ম্যাচে ব্যাট হাতে ৯ রান করেছিলেন সাকিব। আর তিন ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট পেয়েছেন দুটি।

বাংলাদেশি অলরাউন্ডারের এই নয়টি রান আর দুটি উইকেটের জন্য মোটা অঙ্কের অর্থই কিন্তু খরচ করতে হয়েছে হায়দরাবাদকে। প্লেয়ার ড্রাফট থেকে এবার সাকিবকে দুই কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ। বাংলাদেশি টাকায় অঙ্কটা প্রায় আড়াই কোটি টাকার কাছাকাছি।

কিন্তু এতো অর্থ খরচ করে সাকিবের কাছ থেকে মাত্র ৯টি রান, আর দুটি উইকেট পেয়েছে হায়দরাবাদ। যদিও সাকিবকে যথাযথ সুযোগ দেওয়া হয়নি এবারের আসরে। উল্লেখ্য,গত বছর হায়দরাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন বাংলাদেশি অলরাউন্ডার।

পিবিএ/এমএস

আরও পড়ুন...