বড় সুখবর পেলেন মাহমুদুল্লাহ

পিবিএ,খেলাধুলা: টানা দুই আসর পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে (সিপিএল) জ্যামাইকা তালাওয়াস দলে ফিরছেন উইন্ডিজ তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। শনিবার গেইলকে মার্কি খেলোয়াড় হিসেবে অন্তর্ভুক্ত করেছে তালাওয়াস কর্তৃপক্ষ।

সিপিএলে মাহমুদুল্লাহর দলে ব্যাটিং দানব গেইলসহ আরো খেলবেন অনেকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) এ গতবারের মতো এবারও খেলবেন বাংলাদেশী অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। সিপিএলে প্রথম বারের মত গত বছর নাম লিখিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পরিবর্তে জ্যামাইকার হয়ে খেলেছিলেন তিনি। তবে এ বছর দল পরিবর্তন হলো মাহমুদুল্লাহ রিয়াদের।মাহমুদুল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে সিপিএলের দল নেভিস প্যাট্রিয়টস।

এরপর ২০১৭ সালে তাঁর অধীনে সিপিএলের ফাইনাল খেলেছিল সেন্ট কিটস। এর পরের বছর অর্থাৎ ২০১৮ সালের আসরে দলটিকে প্লে অফে নিয়ে গিয়েছিলেন গেইল। এবার আবারো পুরনো দলে ফিরছেন তিনি। এদিকে গেইলকে দলে পাওয়ায় বেশ আনন্দিত তালাওয়াসের সিওও জেফারসন মিলার। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন গেইলের দলে যোগ দেয়ার জন্য বেশ মুখিয়ে আছেন তারা। ক্যারিবিয়ান এই বিস্ফোরক ব্যাটসম্যান প্রসঙ্গে তাঁর ভাষ্য,

‘আমরা আগামী আসরে ক্রিস গেইলকে পাওয়ায় বেশ আনন্দিত। টি টুয়েন্টি ক্রিকেটে তাঁর মতো বড় ক্রিকেটার তেমন নেই এবং আমরা তাঁর জন্য মুখিয়ে আছি ও জ্যামাইকার সমর্থকদের গর্বিত করার প্রহর গুনছি। সিপিএলের তৃতীয় শিরোপা এনে দেয়ার ক্ষেত্রে আমরা ক্রিসের ওপর নির্ভর করবো।’

সিপিএলের আসরে এখন পর্যন্ত ২১১১ রান নিয়ে শীর্ষ রান সংগ্রাহক গেইল। হাঁকিয়েছেন ৩টি সেঞ্চুরি যার সবগুলোই জ্যামাইকা তালাওয়াসের হয়ে। এছাড়াও মোট ১৩টি হাফসেঞ্চুরি রয়েছে তাঁর।উল্লেখ্য ৩৯ বছর বয়সী গেইল বর্তমানে খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে। এখন পর্যন্ত ১২টি ইনিংসে ১৫৮.৭৬ স্ট্রাইক রেট এবং ৪২ গড়ে মোট ৪৬২ রান সংগ্রহ করেছেন তিনি। যেখানে হাঁকিয়েছেন ৪টি হাফসেঞ্চুরি।

পিবিএ/এমএস

আরও পড়ুন...