বালু উত্তোলণ নিষিদ্ধ থাকলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একশ্রেনীর অসাধু বালু ব্যবসায়ী সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে সিন্দুরখান ইউনিয়নের লাইংলাছড়া, উদনাছড়া, আশিদ্রোণ ইউনিয়নের বিলাসছড়া, উদনাছড়া, শ্রীমঙ্গল ইউনিয়নের ভুরভুরিয়া ছড়াসহ উপজেলার প্রায় অর্ধশতাধিক নদী ও ছড়া থেকে নিয়মিতভাবে বালু উত্তোলণ করছে। অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে নদীভাঙ্গন, ব্রিজ ধ্বসেপড়া, ফসলী জমির উৎপাদন মাত্রাত্রিরিক্ত ভাবে ব্যাহত হচ্ছে। সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব। রবিবার, ৫ মে। ছবি: পিবিএ