ইসরাইলি বিমান হামলা তুরস্কের সংবাদ সংস্থার অফিসে

গাজা উপত্যকায় তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর অফিস ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান
তুরস্কের সংবাদ সংস্থার অফিসে ইসরাইলি বিমান হামলা

পিবিএ,ডেস্ক: গাজা উপত্যকায় তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলুর অফিস ভবনে হামলা চালিয়েছে ইসরাইলি যুদ্ধবিমান। শনিবার ভবনটিতে অন্তত পাঁচটি রকেট হামলা চালায় ইহুদীবাদি রাষ্ট্রটির বিমান বাহিনী। খবর এএফপি ও আনাদোলু । তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তুরস্ক ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেন, গাজায় আনাদোলু সংবাদ সংস্থার কার্যালয়কে লক্ষ্যবস্তু বানিয়ে এই বিমান হামলা ইসরাইলের গর্হিত আগ্রাসনেরই একটি দৃষ্টান্ত।

তিনি বলেন, বাছবিচার ছাড়া নিরাপরাধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি সহিংসতা মানবতাবিরোধী অপরাধ। যদি আর কেউ নাও থাকে তবু তুরস্ক এককভাবেই ফিলিস্তিনিদের অধিকারকে সমর্থন জানিয়ে যাবে।

এক বিবৃতিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় গণহত্যার প্রস্তুতির অংশ হিসেবে কোনো ধরনের প্রমাণ কিংবা সাক্ষ্য না রাখতেই আনাদোলু সংবাদ সংস্থার কার্যালয়ে হামলা চালিয়েছে ইসরাইল।

পিবিএ/এইচটি

আরও পড়ুন...