পিবিএ, বেনাপোল: খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা ৪ মে ( শনিবার) দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে ভারতীয় ফেন্সডিল বিভিন্ন প্রকার ভারতীয় মালামালসহ মাদক পাচারকারীকে আটক করেছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল পোর্ট থানাধীন খলসী তিন রাস্তার মোড় এলাকা দিয়ে বিপুল পরিমান একটি ফেন্সিডিলের চালান পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন খলসী তিন রাস্তার মোড় পাকা রাস্তার উপরে অভিযান চালিয়ে মটর সাইকেলে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৬৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রুবেল হোসেন (২৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক রুবেল হোসেন বেনাপোল পোর্ট থানার পুটখালী জেলে পাড়া গ্রামের দুরুদ সরদারের ছেলে।
পৃথক অভিযানে পুটখালী বিওপি’র অন্য একটি টহল দল ৫ মে রাত ১২ টার দিকে পুটখালী জেলেপাড়া গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের ৪০৫ পিস বিভিন্ন প্রকার শাড়ী, ১৫২ পিস থ্রিপিস,টুপিস,ওয়ান পিস আটক করে করে। এছাড়াও গোগা বিওপির একটি টহল দল গোগা কালিয়ানি মাঠের মধ্যে মাছের ঘের থেকে ৫ মে রাত আড়াইটার সময় ৩৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে । দৌলতপুর বিওপির একটি টহল দল ৫ মে রাত সাড়ে চার টার সময় দৌলতপুর গ্রামস্থ মাঠের মধ্য থেকে ভারতীয় চা পাতা ৫১ কেজি, শনপাপড়ি ২০ পিস, দুলহান কেশকালার ২০৮ পিস, পন্ডস ফেসওয়াশ ৪০ পিস এবং ০২টি প্রেসার কুকার আটক করে।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, আটককৃত মাদকদ্রব্যসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোর্পদ করা হয়েছে। আটককৃত অন্যান্য ভারতীয় পণ্যসামগ্রী বেনোপোল কাস্টমস হাউজ-এ জমা দেওয়া হয়েছে। আটককৃত মালামালের আনুমানিক মূল্যমান সাতাশ লক্ষ সাতান্ন হাজার চারশত টাকা।
পিবিএ/এসএন/হক