আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফরিদপুরে ফ্লাট নির্মাণ

 

পিবিএ,ফরিদপুর: উপজেলার তথাকথিত ফ্লাট ব্যবসায়ি হাজী আ: মান্নান আদালতের জারী করা ১৪৪ ধারা অমান্য করে আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ফ্লাটের নির্মান কাজ শুরু করায় ঐ এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ১ এপ্রিল ফরিদপুরের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত কর্তৃক পৌর সদরের ৫৫ নং সদরদী মৌজার এস.এ-১৯২১, ডিপি-২৯৪২/২ হাল ২৯৪২/২ নং খতিয়ানের সাবেক দাগ ১৪২৮ হালে ২৪৭০ দাগের ২.৩৩ শতাংশ জমির উপর সকল প্রকার নির্মান কাজ বন্ধ ও দখল সংক্রান্ত আচরণ হইতে বিরত থাকতে বাদী/বিবাদীকে নির্দেশনা প্রদান করেন।

আদালতের নোটিশ প্রাপ্তির পরও নির্দেশ অমান্য করে ফ্লাট ব্যবসায়ি হাজী আ: মান্নান গত ১ মে’২০১৯ বুধবার সকালে উল্লেখিত স্থানে নির্মান কাজ শুরু করে। এ ঘটনায় অভিযোগকারি হাফিজুর রহমান মোল্লা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে পুলিশের এএসআই রফিকুল ইসলাম (পিপিএম) দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ফ্লাট নির্মান কাজ স্থগিত করতে অনুরোধ করেন।

এএসআই রফিকুল ইসলাম (পিপিএম) পিবিএ’কে জানান, উল্লেখিত স্থানে আদালতের পিটিশন নং ১৪৫/১৯ এবং স্বারক নং ৩৯০, তারিখ ০১/০৪/২০১৯ মোতাবেক ফৌ: কা: বি: ১৪৪ ধারা বলবৎ থাকায় হাজী আ: মান্নানকে ফ্লাট নির্মানের কাজ স্থগিত রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য হাজী আ: মান্নান ইতিপূর্বেও অবৈধভাবে অন্যের জমি দখল করে সরকারি ভবন নির্মান আইন বহির্ভূতভাবে আল-মদিনা টাওয়ার, গ্রীণ টাওয়ার ও মক্কা টাওয়ার নির্মান করেন। তার বিরুদ্ধে সরকারি শুল্ক ফাঁকিসহ একাধিক দূর্ণীতির অভিযোগ রয়েছে মর্মে জানা গেছে।

পিবিএ/আর/হক

আরও পড়ুন...