পিবিএ, জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে মানবসম্পদ দক্ষতা উন্নয়ন বিষয়ক “নক ইয়োর ক্যারিয়ার” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
ক্যারিয়ার ক্লাব প্রেসিডেন্ট অমিত হাসান রনির সুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সেমিনারটিতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ‘আব্দুল মোনেম লিমিটেড’ কোম্পানির অভিজ্ঞ মানবসম্পদ ব্যবস্থাপক সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোকপ্রশাসন ও সরকার পরিচালন বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মাহজাবিন সুলতানা মিতুল।
সেমিনারটিকে মোট ৩ টি ধাপে বিভক্ত করে প্রথম ধাপে স্বাগত বক্তব্য প্রদান করা হয়।
দ্বিতীয় ও তৃতীয় ধাপে সিরাজ উদ্দিন চৌধুরী রুবেল তার বক্তব্য প্রদান করেন।এ সময় তিনি কর্পোরেট বিশ্বের মৌলিক ধারণা, মানসম্মত সিভি লেখার পদ্ধতি, চাকরির সাক্ষাৎকারে ভাইভা প্রদান পদ্ধতি,কোন কোন কৌশল অবলম্বন করলে চাকরির ভাইভাতে সফল হওয়া সম্ভব এ বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করেন।
অনুষ্ঠানের শেষে সেমিনারে অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে সার্টিফিকেট হয় এবং অতিথিদেরকে ক্রেস্ট প্রদান করা।
সেমিনারটি সার্বিক সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ১২ তম ব্যাচের শিক্ষার্থী সজীব আহমেদ।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেকোনো প্রতিযোগিতায় সুদক্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ও ক্যারিয়ার বিষয়ক দক্ষতা, সচেতনতা বৃদ্ধি উদ্দেশ্যে “নক ইয়োর ক্যারিয়ার” সেমিনারটির আয়োজন করা হয়।
পিবিএ/এআর/হক