রাবিতে তথ্যচিত্র মৃত্তিকা প্রদর্শনী অনুষ্ঠিত

পিবিএ,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মৃৎশিল্প, উন্নয়ন ও গ্রামীণ অধ্যয়ন বিষয়ের উপর নির্মিত তথ্যচিত্র ‘মৃত্তিকা’ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন শিরাজী ভবনের ১২২ নম্বর কক্ষে প্রদর্শনীর উদ্ধোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।

ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক আখতার হোসেনের সভাপতিত্বে বক্তারা বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ ব্যাপক আকার ধারণ করেছে। যার ফলে আমাদের বিভিন্ন ধরনের রোগ হচ্ছে। তাই পরিবেশ বান্ধব হতে হলে এবং প্লাস্টিক জাতীয় বর্জ্য কমাতে আমাদের মাটির তৈরি জিনিস ব্যবহার করতে হবে। বছরের পর বছর ধরে চলা এই সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের ধারণ, লালন এবং রক্ষা করতে হবে।
ফোকলোর বিভাগের সহযোগিতায় এ তথ্যচিত্র নির্মাণ করা হয়েছে। তথ্যচিত্র নির্মাণে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিভাগের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন, রতন কুমার এবং ফারজানা রহমান। এতে কুমার সম্প্রদায় মাটি দিয়ে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় আসবাবপত্র তৈরি করে এবং কুমার সম্প্রদায় জীবন যাপন প্রক্রিয়া এবং তাদের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

তথ্যচিত্র প্রদর্শনী শেষে বিভাগের শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেন। এসময় তারা ফোকলোর বিভাগের ফিল্ড ওয়ার্কের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আরও আর্থিক সহযোগিতা বাড়াতে আহ্বান জানান। প্রদর্শনী অনুষ্ঠানে ফোকলোর বিভাগের অর্ধশতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিবিএ/এএইচ/হক

আরও পড়ুন...